শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যে দোল এবং হোলির সপ্তাহ শেষে মদ বিক্রি হয়েছে ২০০ কোটি টাকার

News Sundarban.com :
মার্চ ২২, ২০২২
news-image

দোল এবং হোলির সপ্তাহ শেষে মদ বিক্রিতে রেকর্ড লাভ রাজ্যের। রাজ্যে আবগারি বিভাগ সূত্রে খবর গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মদ বিক্রি হয়েছে ২০০ কোটি টাকার। অর্থাৎ এই সময়ে প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

যদিও দোলের দিন বিকেল পর্যন্ত দোকান বন্ধ থাকায় সেভাবে বিক্রি না হলেও বৃহস্পতিবার রেকর্ড বিক্রি হয়েছে মদের। গতবারের থেকে এই বিক্রি অনেকটাই আশানুরূপ বলে দাবি আবগারি দপ্তর এর। এর মধ্যে সর্বাধিক বিক্রি হয়েছে বৃহস্পতিবার। ঐদিন মদের বিক্রি ৭০ কোটি টাকার অংক ছাড়িয়েছে।

কেন্দ্রের রোনাকালে অন্য অনেক ব্যবসা মুখ থুবড়ে পড়লেও মদ বিক্রি ফুলেফেঁপে উঠেছে রাজ্যে। গত দেড় বছরে মদ বিক্রির পরিমাণ ভেঙেছে পুরোনো সব রেকর্ড। রাজ্যে এহেন বিপুল পরিমাণ মদ বিক্রিতে লাভবান হয়েছে রাজ্য সরকারও। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ আর্থিক বছরে মদ বিক্রির পরিমাণকে অনেকটাই পিছনে ফেলেছে গত দেড় বছরের মদ বিক্রি।

২০২০-র জুন মাস থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মদ বিক্রির থেকে রাজ্যের আয় হয়েছে ২৩ হাজার কোটি টাকা। জানা গিয়েছে, দেশি মদ বিক্রি করেই রাজ্য আবগারি দফতর সবথেকে বেশি আয় করেছে।