শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পানিহাটির কাউন্সিলর খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

News Sundarban.com :
মার্চ ১৫, ২০২২
news-image

ব্যারাকপুর :- পানিহাটির জনপ্রিয় কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় আগেই মূল অভিযুক্ত অমিত পন্ডিতকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে জেরা করে মঙ্গলবার সঞ্জীব পন্ডিত ওরফে বাপিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনার বলেন, গত ১৩ মার্চ ঘটনার দিন রাতেই শুটার অমিত পন্ডিতকে গ্রেপ্তার করা হয়।

ওই খুনের ঘটনায় সরাসরি যুক্ত থাকার কারনে সঞ্জীব পন্ডিত ওরফে বাপিকে গ্রেপ্তার করা হল। বুধবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। পুলিশ কমিশনার বলেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। তাই খুনের মোটিভ এই মুহূর্তে বলা সম্ভব নয়।

এদিকে খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সন্ধেতে আগরপাড়ায় মোমবাতি হাতে মৌন মিছিল করা হয়।

মৌন মিছিলে হাজির ছিলেন পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মিনাক্ষী দত্ত। মৌন মিছিল শেষে মিনাক্ষী দেবী বলেন, তিনি দিদির সঙ্গে দেখা করবেন। যা বলার দিদিকেই বলবেন।