শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের তালিকা খুঁটিয়ে দেখেছি : মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
মার্চ ১১, ২০২২
news-image

পুরভোটে বিপুল জয়। রাজ্যের ১০৪ পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কারা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের তালিকা খুঁটিয়ে দেখেছি। ক্রস চেক করেছি। দু’চারটে চেঞ্জ করেছি’। সোমবারই নাম ঘোষণার সম্ভাবনা।

ব্যবধান মাত্র কয়েকদিনের। ফেব্রুয়ারিতে প্রথমে ভোট হয় শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগর পুরনিগমে, তারপর রাজ্যের বাকি ১০৮টি পুরসভায়। ফলাফল? শিলিগুড়ি-বিধাননগর-আসানসোল- চন্দননগরই তো বটেই নয়, রাজ্যের বাকি ১০৮ পুরসভার মধ্যে ১০৪টিতেই জিতেছে তৃণমূল।

১ টিতে জয়ী বামেরা, আর ১টিতে জিতেছে অন্যন্যরা। ৩ পুরসভা ত্রিশঙ্কু।শিলিগুড়ি পুরনিগমে এবারই প্রথম এককভাবে বোর্ড গড়েছে রাজ্যের শাসকদল। ভোটের ফল ঘোষণার দিনই বাগডোগরার জনসভা মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করেছিলেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।

বাকি ৩ পুরসভা মেয়র ও চেয়ারম্যানদের নাম চূড়ান্ত হয় দলের কর্মসমিতির প্রথম বৈঠকেই। বিধাননগর পুরনিগমের মেয়র হন কৃষ্ণা চক্রবর্তী । চেয়ারম্যান সব্যসাচী দত্ত । আসানসোলে আবার ডেপুটি মেয়র করা হয় ২ জনকে।-zee24