শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউক্রেনকে ত্রাণসামগ্রী পাঠিয়ে সাহায্য করল ভারত

News Sundarban.com :
মার্চ ৩, ২০২২
news-image

বুধবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ত্রাণসামগ্রী পাঠিয়ে সাহায্য করল ভারত।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে ব্ল্যাঙ্কেট, মাদুর, সোলার স্টাডি ল্যাম্প পাঠানো হয়েছে। বুধবার সকালে পোল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়া একটি বিমানে ওইসব সামগ্রী পাঠানো হয়।

পরে বিকালের দিকে রোমানিয়ার উদ্দেশে যাওয়া ভারতীয় বায়ুসেনার অপর একটি বিমানও ত্রাণসামগ্রী নিয়ে যায়।

এমনই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি।

সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন উভয়ে। এর পাশাপাশি ভারতীয়দের নিরাপদে উদ্ধার নিয়েও তাঁদের মধ্যে কথা হয়।