শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাশিয়ান আক্রমণে এখন পর্যন্ত ২১০ জনের বেশি বেসামরিক ইউক্রেনীয় নিহত

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৭, ২০২২
news-image

ইউক্রেনের সরকারি কর্মকর্তা লিউডমিলা ডেনিসোভা বলেছেন, রাশিয়ান আক্রমণে এখন পর্যন্ত ২১০ জনের বেশি বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন এগারোশ’র বেশি মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে  তিনি বলেন, নজিরবিহীন নৃশংসতার পাশাপাশি শত্রুরা আবাসিক ভবন, হাসপাতাল, কিন্ডারগার্টেন ও স্কুল ধ্বংস করছে এবং শিশুসহ ইউক্রেনের ছেলেমেয়েদের ইউক্রেনের মাটিতে বসবাসের অধিকার কেড়ে নিয়েছে। রোববার ইউক্রেনে রাশিয়ান অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় বিবিসি অনলাইন।

এ সময় ডেনিসোভা কয়েকজন বেসমারিক নাগরিক নিহতের উদাহরণ দেন। এর মধ্যে কিয়েভের একটি হাসপতালে গুলিতে এক শিশুর কথা বলেন। এ ছাড়া খারকিভের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী নিহতের বিষয়টি উল্লেখ করেন। তিনি এই অপরাধের জন্য রাশিয়াকে কঠোর শাস্তির দেওয়ার আহ্বান জানান।  তিনি বলেন, ইউক্রেন এসবকিছু নথিভুক্ত করছে এবং হেগের সামরিক আদালতে পাঠাবে।