শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আবার খুলল বেলুড় মঠ

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৪, ২০২২
news-image

প্রায় দেড়মাস বন্ধ থাকার পর আবার খুলল বেলুড় মঠ। গত পয়লা জানুয়ারি থেকে বন্ধ ছিল বেলুড় মঠ। সকাল ৭টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে মঠ। তবে কোভিড বিধি মেনে ঢুকতে হবে ভক্ত ও সাধারণ দর্শকদের।

মঠে সন্ধের আরতি দর্শন করা যাবে না। বন্ধ ভোগ বিতরণও। পরবর্তীকালে পরিস্থিতি খতিয়ে দেখে কোভিড বিধি শিথিল করা হবে মঠ কর্তৃপক্ষ জানিয়েছে।

শিবরাত্রির দিন:
শিবরাত্রি ১লা মার্চ । প্রথম-প্রহরের পুজোয় ভক্তরা উপস্থিত থাকতে পারবেন না ।

রামকৃষ্ণদেবের জন্মতিথি:
রামকৃষ্ণদেবের জন্মতিথি ৪ঠা মার্চ। এদিন বেলুড় মঠ ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা থাকবে : সকাল ৬.৩০‑১১.৩০ ও বিকাল ৩.৩০‑৫.৩০ পর্যন্ত। ঐ দিনের অনুষ্ঠানগুলি এবং বিকালের ধর্মসভা ইউ-টিউব -এর মাধ্যমে সম্প্রচারিত হবে।