বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জলপাইগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে বিজেপির পথসভা, পুরসভার বিরূদ্ধে দুর্নীতির অভিযোগ

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৩, ২০২২
news-image

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি পুরসভার তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে স্বজন পেষণের অভিযোগ তুললেন বিজেপির টাউন মণ্ডলের সাধারণ সম্পাদক তথা ৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মনোজ কুমার শাহ। জলপাইগুড়ির সমাজ পাড়ার মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী, জেলা সহ সভাপতি তপন রায়, জেলা প্রাক্তন সহ সভাপতি দীলিপ চৌধুরী, আলোক চক্রবর্তী, মহিলা মোর্চার জেলা সাধারন সম্পাদিকা তথা ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দুর্গা ঝাঁ, জেলা সাধারণ সম্পাদক চন্দন বর্মন প্রমুখ।

এই পথসভায় শাসক দল তৃণমূলকে তীক্ষ্ণ বাক্যে বিঁধলেন একের পর এক নেতৃত্বরা। পথসভা চলাকালীন বহু মানুষকে দেখা যায় বাইক থামিয়ে বিজেপি নেতৃত্বদের কথা শুনতে। বাপি গোস্বামী বলেন, জলপাইগুড়ি শান্তিপ্রিয় জায়গা। এখানকার মানুষ যদি সঠিক ভাবে ভোট দিতে পারেন, তাহলে তৃণমূল হারবে এবং বিজেপি জিতবে।

৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মনোজ কুমার শাহ বলেন, ৫ নম্বর ওয়ার্ডে একই পরিবারের লোক দীর্ঘদিন ধরে চেয়ারে বসে আছেন। কিন্তু বর্তমান কাউন্সিলর সন্দীপ মাহাতো পরিষেবা কিছুই দিতে পারছে না সাধারণ মানুষকে। মুখ দেখে কিছু নিজের লোককেই সুবিধা দিয়েছে। যোগ্য লোকেরা নিজেদের হক পাচ্ছে না। আমরা জয়ী হলে সুস্থ ভাবে পরিষেবা দিতে পারবো, তাই আমাদের জেতার দরকার।