বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিপলের টুকরো দিয়ে ওহ গো সেং কাটিয়ে দিয়েছেন জঙ্গলে ৩০ বছর

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২১, ২০২২
news-image

সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে উচ্চ নগরায়িত দেশগুলোর অন্যতম। এখানে উজ্জ্বল আকাশচুম্বী ভবন এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্টের অভাব নেই। তবে এই দেশেই একজন মানুষ সবার অগোচরে একটি জঙ্গলে ৩০ বছর কাটিয়ে দিয়েছেন।

তার নাম ওহ গো সেং। তার সঙ্গে দেখা করার সময় প্রথমে যে জিনিসটি অবাক করবে, তা হলো তার চোখের আভা। তার বয়স ৭৯ বছর; কিন্তু তিনি তার অর্ধেক বয়সী অনেক লোকের চেয়ে অনেক বেশি সুঠাম দেহের অধিকারী।

চলতি মাসের শুরুর দিকে তার জঙ্গলে বসবাসের গল্প ভাইরাল হলে সারাদেশে অনেকেই হতবাক হয়ে যান। কেউ কেউ প্রশ্ন করেন, সরকার তাকে কেন আরও সাহায্য দেয়নি। ওহ গো তার পরিবারের সঙ্গে একটি ক্যাম্পে ছিলেন। কিন্তু আশির দশকে তাদের ক্যাম্প ভেঙে নতুন উঁচু ভবন তৈরি করা হলে তিনি গৃহহীন হয়ে পড়েন।

এরপর তিনি তার আগের বাড়ির কাছেই একটি জঙ্গলে কাঠ, বাঁশ এবং ত্রিপলের টুকরো দিয়ে তৈরি একটি ছাউনিতে বাস করতে শুরু করেন এবং গত মাস পর্যন্ত সেখানেই ছিলেন। জঙ্গলে ফুল আর শাকসবজি চাষ করে তিনি তার স্ত্রী এবং ১৭ বছর বয়সী মেয়ের জন্য মাসে ৫০০ থেকে ৬০০ ডলার পাঠাতেন। সম্প্রতি স্থানীয় এমপি তাকে একটি ফ্ল্যাট দিয়েছেন।