মানুষের কাছে ভোট চাইতে না, উন্নয়নের কাজ করার সুযোগ চাইতে যাচ্ছি: বিজেপি প্রার্থী দুর্গা

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এলাকার মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি না। যাচ্ছি এলাকার উন্নয়নের কাজ করার সুযোগ চাইতে। এই ইচ্ছা নিয়েই জলপাইগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে প্রচার করছেন বিজেপি প্রার্থী দুর্গা ঝাঁ। এলাকার সকলে তাকে চেনেন এক নামে। এমনকি বাড়ি বাড়ি প্রচারের সময় এলাকার মা বোনেরা তাকে হাত টেনে ঘরে নিয়ে যান।
দুর্গা ঝাঁ বলেন, “মানুষের উৎসাহ দেখতেই পাচ্ছেন। প্রচারে বের হলে সকলেই ডেকে ডেকে তাদের সমস্যায় কথা জানাচ্ছেন।
আগের কাউন্সিলর কিছু করে নি। আপনি আমাদের সমস্যা গুলো দুর করবেন।” তিনি আরও বলেন, “খুব ভালো সাড়া পাচ্ছি। মা দিদিরা হাত টেনে ঘরে নিয়ে যাচ্ছে।” পুরসভায় বোর্ড গঠনের পাশাপাশি আমরা সুন্দর সমাজ গড়তে পারবো বলেও জানান তিনি।
বিগত কাউন্সিলরের বিরুদ্ধে তিনি বলেন, নির্বাচনের টিকিট নিয়ে ওনার বাড়িতে এখন লড়াই চলছে। উনি লড়াই নিয়ে ব্যস্ত থাকুন। আমি আমার মত মানুষের দরজায় দরজায় গিয়ে আশীর্বাদ চাইছি। উনি উন্নয়ন কিছুই করেন নি।
আমরা সুযোগ পেলে আসল উন্নয়ন কাকে বলে দেখিয়ে দেবো। আমরা বাংলায় সরকারে নেই কিন্তু দরকারে রয়েছি।