মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

তৃণমূল প্রার্থী অরিন্দম ভৌমিকের সমর্থনে প্রচার করলেন মদন মিত্র

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২১, ২০২২
news-image

কামারহাটিতে টেলি তারকাদের নিয়ে অভিনব প্রচার করলেন বিধায়ক মদন মিত্র।

শেষ রবিবাসরীয় প্রচারে সাতসকালেই টেলি তারকাদের নিয়ে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরিন্দম ভৌমিকের সমর্থনে প্রচার করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

প্রচারে বেরিয়ে তিনি বলেন, শেষ রবিবারের প্রচার।

সিপিএম, বিজেপি ও কংগ্রেসও শেষ। সাংসদ সৌগত রায়ের নাম না করে মদন মিত্রের কটাক্ষ, যতই নার আরকাঠি। কিছুই হবে না কামারহাটির।