শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরা “অমরসঙ্গী”

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৬, ২০২২
news-image
বিবেকানন্দ বসাক
১৯৮৭ সালে বাপ্পি লাহিড়ী কে, কী করেন বোঝার মতো বয়সই হয়নি। কিন্তু ‘অমর সঙ্গী” সিনেমায় প্রসেনজিৎ তাঁরই সুরে লিপ দিলেন। বুঝি বা না বুঝি মনের আনন্দে দেখেছি সেই সিনেমা। টিভি, মাইক, রেডিওতে বা কত মঞ্চে কিশোরকণ্ঠীরা এই গান নিয়ে দাপিয়ে বেড়িয়েছেন।
আমাদের কত দাদা-দিদিরা টপাটপ প্রেমে পড়েছেন, “চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই” গান শুনতে শুনতে। অনেক দাদা-দিদির প্রেম যুগোত্তীর্ণ হয়নি। সাময়িক ঝগড়া সম্পর্ককে চিরতরে ফাটল ধরিয়ে দিয়েছে।
কিন্তু তাঁদের মনের আবেদন, প্রেমের আবেদন, ভালোবাসার চিরকালীন সুর হয়ে উঠেছিল এই গান, এই সিনেমা। প্রসেনজিৎও এই সিনেমার হাত ধরে ধীরে ধীরে বাঙালির ম্যাটিনি আয়ডল হয়ে উঠলেন।
বাপ্পি লাহিড়ীর বয়স হয়েছিল ৬৯ বছর। মুম্বইয়ের জুহুর নার্সিংহোমে তাঁর মৃত্যু হয় বলে জানাগিয়েছে। শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া বলিউড সহ বাংলার শিল্পী মহলে।
গত বছর এপ্রিল মাসে তাঁর করোনা ধরা পড়ে। সেই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি।
কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।