শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলায় বিনিয়োগ নিয়ে আলোচনা করতে নবান্নে আদানি গ্রুপের আধিকারিক

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১১, ২০২২
news-image

বাংলায় বিনিয়োগ নিয়ে আলোচনা করতে এবার গৌতম আদানির পর তাঁর পুত্র করণ আদানি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

গত ২ ডিসেম্বর নবান্নে এসে শিল্পপতি গৌতম আদানি বাংলায় বিনিয়োগের ব্যাপারে বৈঠক করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। বাংলায় বিনিয়োগের তিনি আগ্রহ প্রকাশ করে গিয়েছিলেন। এবার তাঁর পুত্র করণ আদানির সঙ্গে বৈঠকেই বাংলায় বিনিয়োগ নিয়ে অনেকখানি আলোচনা এগিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে করণ আদানি ও আদানি গ্রুপের এক আধিকারিক নবান্নে এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। প্রায় ৪০ মিনিট মুখ্যমন্ত্রী বৈঠক করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন আদানি গ্রুপের আধিকারিকরা। বৈঠকে এটা পরিষ্কার হয় যে, বিনিয়োগ রূপরেখা তৈরি হচ্ছেই।

প্রসঙ্গত, গৌতম পুত্র করণ আদানি গ্রুপের বন্দর সংক্রান্ত দিকগুলি দেখভাল করেন। সেই অনুযায়ী, এদিনের বৈঠকে তাজপুর সমুদ্র বন্দর নিয়ে যে আলোচনা হয়েছে, তা একপ্রকার স্পষ্টই।
সূত্রের খবর, আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে হলদিয়া বন্দরের বিষয়টিও। দু’পক্ষের আলোচনা ইতিবাচক হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।