বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চলুন একনজরে দেখে নেওয়া যাক এবারের আসরের কি রেকর্ড হয়েছে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৭, ২০২২
news-image

শান্তি রায়চৌধুরী: এবারের যুব বিশ্বকাপে বেশকিছু রেকর্ড হয়েছে। যার মধ্যে অন্যতম টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।

এটি করেছেন দক্ষিণ আফ্রিকার ‌‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস। তার রান ৬ ম্যাচে ৫০৬। যার কারণে হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। চলুন একনজরে দেখে নেওয়া যাক এবারের আসরের যত রেকর্ড।

*চ্যাম্পিয়ন: ভারত
*রানার্সআপ: ইংল্যান্ড
*ম্যান অব দ্য টুর্নামেন্ট: ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)
*ম্যান অব দ্য ফাইনাল: রাজ বাওয়া (ভারত)
*সর্বাধিক রান: ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)- ৫০৬ রান
*সর্বাধিক উইকেট: দুনিথ উয়ালালাগে (শ্রীলঙ্কা)- ১৭ উইকেট
*ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান: রাজ বাওয়া (ভারত)- ১৬২ রান
*ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট: জেমি কেয়ার্নস (স্কটল্যান্ড)- ৬.৪ ওভারে ২৪ রানে ৬ উইকেট
*সর্বাধিক সেঞ্চুরি:
আরিফুল ইসলাম (বাংলাদেশ), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা) ও হাসিবুল্লাহ খান (পাকিস্তান)- তিনজনই সর্বোচ্চ ২টি করে শতক হাঁকিয়েছেন।
*সর্বাধিক শূন্য রানে আউট: রাকিবুল হাসান (বাংলাদেশ) ও ইউনুসু সুওবি (উগান্ডা)- ৩ বার
*সর্বাধিক ছক্কা: ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)- ১৮টি
*সর্বোচ্চ ব্যাটিং গড়: ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)- ৮৪.৩৩
*সর্বোচ্চ ব্যাটিং স্ট্রাইক রেট: দীনেশ বানা (ভারত)- ১৯০.৯০
*সর্বাধিক পাঁচ উইকেট: দুনিথ উয়ালালাগে (শ্রীলঙ্কা)- ২ বার
*সর্বাধিক ডিসমিশাল: সাইরাস কাকুরু (উগান্ডা)- ১৫ বার
*সর্বাধিক ক্যাচ: কুপার কনলি (অস্ট্রেলিয়া)- ৮ বার
*সবচেয়ে বড় জয়: ভারত (৩২৬ রানের ব্যবধানে)- প্রতিপক্ষ উগান্ডা
*ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ: ভারত (৪০৫/৫)- প্রতিপক্ষ উগান্ডা