শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের পাশেই থাকবে মমতা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৭, ২০২২
news-image

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির পাশে দাঁড়াতে লখনউয়ে পৌঁছে গেলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আগেই জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনে লড়াই করলেও উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের পাশেই থাকবে তৃণমূল কংগ্রেস।

যোগী রাজ্যে আগামিকাল অখিলেশের সঙ্গে একটি যৌথ সভা ও যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল সুপ্রিমো। পরে বারাণসীতে সপা-র সমর্থনে তাঁর একটি সভা করার কথা রয়েছে।

সোমবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে  স্বাগত জানাতে লখনউ বিমানবন্দরে আসেন অখিলেশ যাদব ও সপা নেতারা। সেখানেই বেশকিছুক্ষণ তৃণমূল নেত্রীর কথা হয় সপা নেতা অখিলেশ যাদবের সঙ্গে।

সপা নেতা মমতাকে বলেন, প্রশাসনে এমন বহু আধিকারিক রয়েছেন যারা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে কাজ করছেন। মমতা বলেন, ওইসব অফিসারদের ওরা সরাবে না। কিন্তু এনিয়ে যতটা পারা যায় কমিশনের কাছে অভিযোগ করুন। এর একটা ফল হবে।

কী হবে তা দেখার প্রয়োজন নেই, আপনি আপনার মতো কাজ করুন। আমাদের ওখানে ভোটের কয়েকদিন আগে বিধিনিষেধ আরোপ করে দিয়েছিল।