শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে লোকাল ট্রেন  এবং মেট্রো’

News Sundarban.com :
জানুয়ারি ৩১, ২০২২
news-image

নবান্নের তরফে জানান হয়েছে, মঙ্গলবার অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে লোকাল ট্রেন  এবং মেট্রো রেল। সরকারের এই ঘোষণা একটা বড় অংশের মানুষকে স্বস্তি দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, প্রত্যেকদিন পার্শ্ববর্তী এলাকা, মফঃস্বল এবং গ্রাম থেকে বহু মানুষ শহর কলকাতায় কাজে বা অন্য কোনও প্রয়োজনে আসেন।

শহরের মানুষও গ্রামে, মফঃস্বলে যান। এছাড়া কলকাতা মেট্রোতেও প্রত্যেকদিন সফর করেন বহু মানুষ। তাই নিত্যযাত্রীদের জন্য সরকারের এই ঘোষণা নিঃসন্দেহে বড় সুখবর।সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে ফের রাজ্যে বিধিনিষেধে কিছুটা ছাড় দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির জন্য খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির জন্য ‘পাড়ায় শিক্ষালয়’। এবার থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।