শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতা পুরভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে জারি হচ্ছে ১৪৪ ধারা

News Sundarban.com :
ডিসেম্বর ১৭, ২০২১
news-image

কলকাতা পুরভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে ভোটের একদিন আগে থেকেই জারি হচ্ছে ১৪৪ ধারা। বহিরাগতদের প্রবেশ ঠেকাতেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে।

আগামী রবিবার কলকাতায় পুর ভোট। জানা গিয়েছে, তার আগের সন্ধ্যা থেকেই ভোটগ্রহণ কেন্দ্রের চারপাশের ২০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি থাকবে। অর্থাৎ ওই সময় ওই সব এলাকায় চলবে না কোনও জমায়েত।পাশাপাশি যানবাহনও নিয়ন্ত্রণ করা হবে।

রবিবার শুধু জেলা নয়, কলকাতার আশপাশের অঞ্চল থেকেও বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ ভাবে বন্ধ করতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে কমিশন। রবি সকালে বন্ধ থাকবে বড় বড় দোকান, শপিংমল এবং বেসরকারি অফিসগুলিও। কোনও ধরনের জমায়েত হলেই পুলিশকে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে হবে বলেও কমিশন জানিয়ে দিয়েছে।