বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জল ঢুকেছে বাড়িঘরেও, টানা তুমুল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু

News Sundarban.com :
নভেম্বর ৮, ২০২১
news-image

চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গালপাট্টু জেলায় জলমগ্ন পরিস্থিতি ক্রমশই চিন্তা বৃদ্ধি করছে৷  আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসতে চলেছে তামিলনাড়ুর।

ইতিমধ্যেই চেন্নাই সহ ৪ জেলা জলমগ্ন হয়ে পড়েছে। যে হারে বৃষ্টি বাড়ছে সেই পরিস্থিতিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন দু’দিনের জন্য স্কুল কলেজ বন্ধের কথা ঘোষণা করেছেন। শনিবার রাতে রেকর্ড বৃষ্টিতে ভেসেছে চেন্নাই। ২০১৫ এর পর এমন বর্ষণ দেখল দক্ষিণী এই শহর। শুক্রবার রাত ৮.৩০ থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত টানা তুমুল বৃষ্টি হয়েছে। ফলে নিচু এলাকায় জল জমতে শুরু করে দিয়েছে।

জল ঢুকেছে বাড়িঘরেও। সে রাজ্যের পরিস্থিতি এতটাই জটিল যে, বেসরকারি অফিসের কর্মীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন বাড়ি থেকে কাজ করেন। তেমন হলে বেসরকারি সংস্থাকে ছুটি ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।-zee24