বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তামার তার চুরি করতে ঢুকে দুষ্কৃতী-পুলিসের লড়াই

News Sundarban.com :
নভেম্বর ১, ২০২১
news-image

খনিতে তামার তার চুরি করতে ঢুকে ভেতরে আটকে পড়ল জন কুড়ির একটি দুষ্কৃতী দল। বাধা দিলে পুলিসের সঙ্গে তাদের গুলির লড়াই বেধে যায়।  রবিবার তার বারোটা নাগাদ ওই দুষ্কৃতীরা নজরে পড়ে যায় পুলিস ও সিআইএসএফের।

খনির মুখ ঘিরে রেখেছে পুলিস। এখনও পর্যন্ত খনির ভেতরেই দুষ্কৃতীরা লুকিয়ে রয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে ইসিএলের মুগমা এরিয়ায় কুমারডুবি ভাগ্যলক্ষ্মী ইনক্লাইনে।

পুলিস সূত্রে খবর, ইসিএলের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে বোমা ও গুলি চালায় দুষ্কৃতীরা। যার জেরে নিরাপত্তা অফিসার অবোধ বিহারী মাহতোর আহত হয়। তার আঙুলে ক্ষত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিআইএসএফ বাহিনী ও ধানবাদ পুলিসের দল। রাত ১টার দিকে উভয় পক্ষ থেকে গোলাগুলি হয় বলে জানা যায়।

দুস্কৃতীদের বারবার সতর্ক করা হয় তারা যেন আত্মসমর্পণ করে। কিন্তু সেই কথায় কান দেয়নি দুস্কৃতীরা। ২০ জনের দুস্কৃতী দল আত্মসমর্পণ না করায় বাইরে থেকে খনি ঘিরে রেখেছে পুলিস। একই সঙ্গে কোলিয়ারির ম্যানেজার ও পুলিশ কর্মকর্তার সমন্বয়ে কলিয়ারির ভেতরে যাওয়ার কৌশল তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।-zee24