শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনা পাচার, রুখে দিল পেট্রাপোলের শুল্ক অফিসাররা

News Sundarban.com :
অক্টোবর ৩০, ২০২১
news-image

সোনা পাচারের চেষ্টা করছে পাচারকারীরা। এবার তা রুখে দিল পেট্রাপোলের শুল্ক অফিসাররা।পেট্রাপোল কাস্টমস সূত্রে জানা গিয়েছে পরপর ৩ দিনে ৫ জনের কাছ থেকে ১,৩৯৪ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।

ওই সোনার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬৯ লাখ টাকা।এ সপ্তাহের ২৩ তারিখে মহারাষ্ট্রের এক ব্যক্তিকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময়ে আটক করা হয়। তাকে তল্লাশি করতেই তার অন্তর্বাস থেকে ৩৬৯ গ্রাম সোনা উদ্ধার হয়।

গত শুক্রবার ফের ৩ জনের কাছ থেকে ৬৭৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়। সোনার রঙ বদল করে তা হাতের বালা বানিয়ে এদেশে আনার চেষ্টা করছিল।-zee24