শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোয়ার বিধানসভা নির্বাচন সামনে রেখে দল গোছানোর কাজে মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
অক্টোবর ৩০, ২০২১
news-image

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রাচীন রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন।  তিনি বলেছেন, কংগ্রেস রাজনীতিতে মনোযোগী না হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও ক্ষমতাধর হয়ে উঠছেন। বিরোধী দলের নীতিনির্ধারকরা জাতীয় পর্যায়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় তার মাশুল দিতে হচ্ছে দেশকে।

গোয়া সফররত মুখ্যমন্ত্রী শনিবার সকালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন। এবার গোয়ার বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নেমেছে তার তৃণমূল কংগ্রেস। নির্বাচন সামনে রেখে দল গোছানোর কাজে রয়েছেন তিনি।

কংগ্রেসের মতো বিজেপির বিরুদ্ধে লড়াই করার কথা ভাবছেন না তিনি; বরং শক্তি বাড়িয়ে আঞ্চলিক দলগুলোকে জোটবদ্ধ করে বিজেপিকে টক্কর দিতে চান। তৃণমূল নেত্রীর প্রশ্ন- যে কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই করতে ছাড়ছে না, তাদের সঙ্গে কী করে জোট করা সম্ভব?মুখ্যমন্ত্রীর  অভিযোগ, বিজেপির সঙ্গে সমঝোতা করে চলে কংগ্রেস। তাই কংগ্রেস যেভাবে হারিয়ে যাচ্ছে, সে হারেই টিআরপি বাড়ছে বিজেপির।