বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ত্রাস

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০২১
news-image

সন্ত্রাস
শুভেন্দু লাহিড়ী

সন্ত্রাসে মেতে আছে দেশ
মেয়েরা পড়েছে কালো বেশ
কবিতার ভাষা বদলায়
শুধু ধনুকের ছিলা টংকায়
হে আমার প্রিয়তম দেশ
ক্ষমা করো আমাকে।
যে আমি পারিনি নতুন ভোর আনতে
যে আমি হাসতে ভুলে গেছি
যে আমি ভালোবাসতে ভুলে গেছি
ক্ষমা করো আমাকে আফগান বোনেরা
আর মারতে চাই না কাউকে
আর শিক্ষা দিতে চাই না স্বপ্ন দেখার
কাবাবের গন্ধে মজলিশে
দুই সেজে উঠে
ফিনকি দিয়ে রক্ত ছোটে মহিষের
আজ আমি ভাষাহারা
হে কনফুসিয়াস, বেদ, জরাথ্রুষ্ট
কেন তোমরা আগুনের গান গাইলে
এখন কে এসে নেভাবে এই আগুন
কে জল দেবে মানুষকে
বিষ বিষ মনে মনে বিষ জমে গ্যাছে বহু
আজ আমি মাতাল হবো
আজ আমি তপস্যায় বসবো।