শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আশ্রয়

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০২১
news-image

আশ্রয়

মধুবন

 

এক ভিখারি গেল প্রোমোটারের কাছে।

শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে ঠান্ডা পানি খেতে খেতে ছেঁড়াখোঁড়া ঝোলা থেকে পুরনো কিছু প্রেমপত্র, ভাঙ্গা শাখা পলার টুকরো, সোনার নাকছাবি, সেই সঙ্গে দেশের বাড়ির এক মুঠো মাটি টেবিলে রেখে বলল, এই আমার মূলধন।

এক আকাশ দীর্ঘ বারান্দা কিনতে চাই।

প্রোমোটার সিগারেটের ছাই ফেলে বাঁকা হাসি হেসে তীব্র চাহনি দিয়ে বলল রাসকেল!

অনেকদিন পর সব হারিয়ে প্রোমোটার এলো এঁদো গলির সেই ভিখারীর কাছে।

বললো, তোমার মত সোনায় মোড়া কোনো অতীত আমার নেই – যা হীরার চেয়েও মূল্যবান।

সব প্রেম অন্তর্জালের মায়ায় আটকে থাকে। কিছুটা ভার্চুয়াল। বাকিটা কেলেঙ্কারি।

ভিখারি বলল, তাতে কি। আমার এক আকাশ গলি তো আছে। রাতে নির্জনে ছেঁড়া কাঁথায় ঘুমাবো দুজন। আর সেই লাখ টাকার স্বপ্ন সেতো আছেই।