শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিশ্রুতি

News Sundarban.com :
অক্টোবর ১১, ২০২১
news-image

প্রতিশ্রুতি

শারমিন সুলতানা রীনা

পূর্ব পুরুষের পথে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি
অভিমানের আর্তিতে মহাকালের কাছে
লিখে যাই আমিও তার হিসেবের একটি অংশ ছিলাম।
এই বুকে একদিন জোসনা বেঁধেছিল ঘর
নির্জন ঢেউয়ে লেগেছিল দোলা
মেঘের প্লাবনে ভেসেছিলাম পরিযায়ি মেঘ হয়ে।
কেউ আর বলবেনা কাল রাতে ঘুমাতে পারিনি
তোমাকে ভেবে।
পুরো রাত নক্ষএ হয়ে পাহারায় ছিলাম
খোলা জানালায়।
বুকের ভাঙ্গনে জেগেছিল যে মৃওিকা
সেখানে রোপণ করেছি যে বীজ তুমি কি জানো
কার নামে ফুঁটেছে ফুল ধরণীর কোল জুড়ে?
বেদনার রঙে আঁকা যে ছবি তাও কেবল
তারই অবয়ব।
স্বপ্ন আর দুঃস্বপ্নের অঙ্গীকারের মুখোমুখি দাড়িয়ে
বিদায়ের শেষ বেলা তবু তাকেই দেয়া হলোনা প্রতিশ্রুতি।।।।