বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একা এবং একা

News Sundarban.com :
অক্টোবর ১১, ২০২১
news-image

একা এবং একা
পলাশ পোড়ল

কিছু কথামালা জীবনের বাঁকে ঠিকানা হীন চিঠি
যেভাবে আছি যতক্ষণ অভিমান স্বপ্ন পরিপাটি
উপলব্ধি নিয়ে কথা-বলা জীবন নদীর বহতা
ভেঙে যাও বৃষ্টির সুখে ভেসে ভেসে মৌনমুখরতা।

এই খড়কুটো যুদ্ধ রসদ এই চুপচাপ পাড়াপড়শি
নীল জলে মিশে থাকে একা টোপ গেলা বড়শি
কোলাহলে নয় কলরবে নয় যে যার মতন খেলা
একলা-আকাশ একলা- ভূগোল একলা- একলা ।

দূরত্ব বাড়ে হিসাব হয় অমিল অমিল সব চুপচাপ
অজানা স্পর্শ তোমার ওম্ কবোষ্ঞ উত্তাপ
এই যদি মেঘ সজল সজল নয়ন ছুঁয়ে অন্যকোলে
একাই ভাসি , স্বপ্ন ভাসাই , পুরনো ক্ষত মুছব বলে।