শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানা ব্লকের শিবরামপুর সমবায় সমিতিতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির

News Sundarban.com :
অক্টোবর ৫, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি, নামখানা: প্রত্যন্ত সুন্দরবনের নামখানা ব্লকের সাতমাইলে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রক্তদান উৎসবের সূচনা হয় ।

রক্তের অভাবে আর একটিও প্রাণ যেন অকালে ঝরে না পড়ে। বিগত 9 বছর ধরে প্রত্যন্ত এই দ্বীপে রক্তদান উৎসব পালিত হয়ে আসছে।

পিপুল্স্ ব্ল্যাড সেন্টারের উদ্যোগে শিবরামপুর সমবায় সমিতিতে আয়োজিত হয় রক্তদান। 165 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ তথা সাগর-বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালী, ছিলেন বিশিষ্ট সমাজসেবী ধীরেন কুমার দাস ও বিদ্যুৎ দিণ্ডা এবং নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা মালি মন্ডল, উপস্থিত ছিলেন সি আই সুদীপ্ত বিশ্বাস, প্রাণিসম্পদ আধিকারিক ডা: অনির্বাণ গাঙ্গুলী, ছিলেন বন আধিকারিক তন্ময় চাটার্জী, এছাড়া রাজনগর বিশ্বম্ভর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিশোর কুমার পাত্র, শিবরামপুর সমবায় সমিতির প্রাক্তন সভাপতি বিশ্বরঞ্জন পাল, উপস্থিত ছিলেন সুমিত পন্ডা, সুরজিৎ পন্ডা, চন্দন ভুঁইয়া, মনোরঞ্জন দাস, প্রণব দাস, দয়াল সংগ্রাম , বিজয় দাস, রাম হাজরা, প্রলয় সামন্ত, সনজিৎ সামন্ত, আশুতোষ মন্ডল, অসিত জানা, গোষ্ঠ গোপাল দাস, খোকন লায়া সহ প্রমূখ ব্যক্তিরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন প্রাক্তন জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী অখিলেশ বারুই।

অন্যদিকে হাসপাতালের রক্ত ভান্ডারের শূন্যতা পূরনের লক্ষ্যমাত্রা নিয়ে অখিলেশ বারুই বলেন, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের রক্তের প্রয়োজন রয়েছে। সেই সংকট মোচনের জন্য বিভিন্ন ভাবে স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারা এমন ধরনের রক্তদান শিবিরের আয়োজন হয়ে চলেছে প্রতি বছর।

এদিকে প্রণব দাস বলেন, আমরা সামাজিক কাজকর্ম করে থাকি। তবে বর্তমানে সুন্দরবন কে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচাতে আমাদের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসুচী নেওয়া
হয়েছে। পাশাপাশি রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়েছে। যাতে করে তাঁরা বৃক্ষরোপণে উৎসাহিত হয়ে সুন্দরবন কে রক্ষা করার ভূমিকা পালন করেন’।