শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোসাবা কেন্দ্রে উপনির্বাচনে কোনো সমস্যা হবে না

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৯, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি, গোসাবা: গোসাবা বিধান সভা কেন্দ্রে উপনির্বাচন হলে তেমন কোনো সমস্যা হবে না৷ এখানকার প্রায় একশো শতাংশ মানুষের  প্রথম ডোজ টিকা হয়ে গিয়েছে ৷ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সুত্রে এমনটাই খবর ।

আরো জানা গেছে, বিশেষ শিবির করে মানুষের টিকা দেওয়া হয়েছে ৷ তাতে ভালো সাড়া মিলেছে জেলা প্রশাসন সুত্রে খবর। এই দীপাঞ্চলে কোনো করোনা রুগি নেই নির্বাচনি ক্ষেত্রে এই বিষয়টা যতেষ্ট গুরুত্বপূর্ণ।

তবে বুথ গুলো কি অবস্থায় আছে তা খতিয়ে দেখা হবে এই বিধান সভা কেন্দ্রে মোট ৩২৬ টি বুথ আছে , ৬৯ টি অস্থায়ী বুথ তৈরি করা হবে ৷ গত দেড় বছরে পর হয়ে যাওয়া বিপর্যয়ে অনেক বুথর পরিকাঠামো ক্ষতিগ্রস্ত প্রশাসন দ্রুত তা ঠিক করবে ৷ এই কেন্দ্রে ৬০০০ কোষ্টাল ব্যালট ইস্যু করা হবে ৷ যেসব পরিয়ায়ী শ্রমীকরা ভিন রাজ্যে আছেন তারা যাতে ভোট দিতে আসে তার জন্য অনুরোধ জানানো হবে ৷

উল্লেখ্য এবছরে ১৯জুন কোভিড সংক্রামনে ওই কেন্দ্রের তিন বারের বিধায়ক জয়ন্ত নষ্কর মারা যান ৷