‘দ্য রোলিং স্টোনস’-এর ড্রামার চার্লি ওয়াটস আর নেই

আর নেই ব্রিটিশ ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’-এর ড্রামার চার্লি ওয়াটস। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ব্যান্ডের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শোকবার্তা জানানো হয়েছে।
৫০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম আলোচিত ও সফল ড্রামার চার্লি ওয়াটস। ‘দ্য বিটলস’-এর মতোই তুমুল জনপ্রিয় ছিল দ্য রোলিং স্টোনস। ব্লুজ ও পঞ্চাশের দশকের রক অ্যান্ড রোল সংগীতের অনুপ্রেরণা নিয়ে মৌলিক সংগীত তৈরি করেছিল ব্যান্ডটি।
পৃথিবীর সেরা রক অ্যান্ড রোল ব্যান্ডের তালিকায় একদম প্রথম দিকের সারিতে আছে এই ব্যান্ড। সেই সফরের অন্যতম কান্ডারি ছিলেন চার্লি ওয়াটস।
এই বিখ্যাত ড্রামারের মৃত্যুতে শোক জানিয়েছেন দ্য বিটলস ব্যান্ডের পল ম্যাকার্টনি, রিঙ্গো স্টার, এলটন জনের মতো তারকা সংগীতশিল্পীরা।