শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ক্যানিং ষ্টেশনে আরপিএফ এর চিরুনী তল্লাশি অভিযান

News Sundarban.com :
আগস্ট ১৩, ২০২১
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং –

বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন।সুন্দরবনের প্রবেশদ্বার নামে খ্যাত শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশন। এই ক্যানিং ষ্টেশন দিয়ে প্রতিনিয়ত দেশ-বিদেশের ভ্রমণ পিপাসু হাজার হাজার পর্যটকরা সুন্দরবন ভ্রমণে যায়।

এছাড়াও পাশেই রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার।আগামী রবিবার ১৫ আগষ্ট ৭৪ তম স্বাধীনতা দিবস পালিত হবে।সেই স্বাধীনতা দিবসের আগে কিংবা পরে যাতে করে কোন রকম নাশকতামূলক কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে শুক্রবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশনে আরপিএফ এর উদ্যোগে চলে চিরুনী তল্লাশি অভিযান।

নিত্যযাত্রীদের ব্যাগ সহ ট্রেনের কামরায় উঠে তল্লাশি চালায় আরপিএফ।পাশাপাশি করোনা সচেতনতার জন্য সাধারণ রেল যাত্রীরা যাতে বাধ্যতা মূলক ভাবে মাস্ক ব্যবহার করে সেই সচেতনতাও করে আরপিএফ পুলিশ।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে আরপিএফ পুলিশের এমন তল্লাশি অভিযান সম্পর্কে সাধারণ মানুষ থেকে নিত্য রেলযাত্রীরা খুশি।যদিও নিত্যযাত্রীদের দাবী প্রতিনিয়ত যদি ক্যানিং ষ্টেশন সহ অন্যান্য ষ্টেশনে এমন তল্লাশি অভিযান চলে তবে দুষ্কৃতিরা কোন ভাবেই নাশকতামূলক কাজ করতে পারবে না।