মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁকুড়ায় শিশুর মায়েদের ভ্যাকসিন

News Sundarban.com :
জুলাই ১৪, ২০২১
news-image

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: রাজ্য সরকারের সর্ব স্তরের মানুষের জন্য যে ভ্যাকসিন পরিসেবা শুরু হয়েছে তার ই অঙ্গ হিসেবে অগ্রাধিকার প্রাপ্ত হিসেবে উপভোক্তাদের তালিকা তৈরি করে চলছে কাজ বিভিন্ন জেলাতে।

বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে চলছে ১ মাস থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের মায়েদের টিকা করন।১৪/০৭/২১ বাঁকুড়া জেলার শাল তোড়া ব্লকের তিলুড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পাঁচ শত মা কে এই টিকা করন করা হবে বলে শাল তোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জগন্নাথ চ্যাটার্জী জানান।

তারা মন্ডল , হেল্থ সুপারভাইজার ফিমেল ,তিলুড়ী জি,পি, জানান,আই, সি, বি, এস কর্মীরা সমীক্ষা করে যে সব ১ মাস থেকে ১২ বছর পর্চন্ত শিশুর মায়েদের তালিকা দিয়েছেন সেই তালিকা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আজ তাদের লক্ষ্য হলো ৫০০ জন।

প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও মায়েদের ভ্যাকসিন নিতে ভিড় ছিল চোখে পড়ার মতো।