মহিলা সমবায় সমিতির উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ শিবির

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি: জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতির উদ্যোগে শহরের এবিপিটিএ হলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের আধিকারিক প্রানেন্দু বিশ্বাস, নিদাম ভুটিয়া, সমবায় অডিটর অভিজিৎ ঘোষ, শিবব্রত চক্রবর্তী।
উদ্যোক্তাদের তরফে সম্পাদিকা মিনু ঘোষ জানান তারা সমবায় সমিতির উদ্যোগে জলপাইগুড়ি এবং ধুপগুড়ি শহর ও গ্রামীণ এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ নিয়ে চলছেন সরকারি তরফে এ ধরনের আরও প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের গোষ্ঠীর কাজকে নিয়ম মাফিক এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন এবং গোষ্ঠীর উন্নতির মধ্য দিয়ে মহিলাদের সামগ্রিক আর্থিক উন্নতি সাধন সম্ভব হবে।
সমিতির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সম্পাদিকা সাধনা সেন, সবিতা দে, বিষ্নুপ্রিয়া দে।
চেয়ারম্যান দুর্বা ব্যানার্জি জানান স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি করা হয়েছে আগামী দিনেও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।