মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁকুড়া জেলার বিভিন্ন অঞ্চল জলডুবি

News Sundarban.com :
জুন ১৭, ২০২১
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া –

রাতভর বৃষ্টির কারণে বাঁকুড়া জেলার বিভিন্ন অঞ্চল জলডুবি হয়েছে। জলে ডুবল বড়জোড়া শহরের সারদাপল্লীর বিস্তীর্ণ এলাকা । রাস্তাঘাটের পাশাপাশি সাধারণ মানুষের বাড়িতে জল ঢুকে যায় রীতিমতো বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন ।

স্থানীয় বাসিন্দা বকুল মন্ডল, মদনমোহন খাঁ জানান জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে এই সমস্যায় পড়তে হচ্ছে আমাদের । এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর জানান বৃষ্টির কারনে এই সমস্যা হয়েছে বৃষ্টি থেমে গেলে পঞ্চায়েতের লোকজনকে ড্রেন পরিস্কার করবেন এবং আমরা যত দ্রুত সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা করছি ।

অন্যদিকে জেলার গন্ধেশ্বরী,দারকেশ্বর,কাঁসাই প্রভৃতি নদ নদীতে জলস্ফীতির কারনে বিভিন্ন এলাকায় জল ঢুকেছে। কজওয়ে সেতুর ওপর জল বয়ে চলায় অনেক অংশে যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।