বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বামপন্থী কৃষক সংগঠনগুলির উদ্যোগে পুয়াবাগানে উদযাপিত হলো জাতীয় শহীদ দিবস তথা সংকল্প দিবস 

News Sundarban.com :
জুন ৭, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়া, কৃষককে কর্পোরেটদের গোলামে পরিনত করার বিরুদ্ধে,তিন কৃষি আইন বাতিল,এমএসপি গ্যারান্টি, সকলের জন্য ভ্যাকসিন,গ্রামাঞ্চলে গরীব মানুষের কাজ,খাদ্য ও নগদ অর্থ প্রদান,ফসলের সরকারী সংগ্রহ ও উৎপাদন খরচের দেড়গুগ দামে সহায়ক মূল্য প্রদান প্রভৃতি দাবীগুলিতে সারা ভারত কৃষক সংঘর্ষ সমিতির আহ্বানে গতকাল পালিত হয়েছিল দেশজুড়েই দাবীদিবস আর ২০১৭ সালের ৬ জুন মন্দসৌরে ৬ জন কৃষককে পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছিল যার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের ধারাবাহিক প্রক্রিয়ায় বর্তমান কৃষক আন্দোলন চলছে সেই বিষয়টিকে স্মরণে রেখে, মন্দসৌরের শহীদ কৃষকের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে ৩টি কালা কৃষি আইন বাতিল করার জন্য এবং এমএসপি নিশ্চয়তা আইন লাগু করার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে আজ দেশজুড়েই শপথ গ্রহণ করা হলো সংকল্প বা শহীদ দিবস পালনের মাধ্যমে।

এই কর্মসূচীর অঙ্গ হিসেবেই আজ বাঁকুড়া ১নং ব্লকের পুয়াবাগানে বামপন্থী কৃষক সংগঠনগুলির ডাকে শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে সূচনা হয় করা হয় এই কর্মসূচীর।

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্লোগান ও বক্তব্যের মাধ্যমে দাবীগুলি মানুষের কাছে তুলে ধরা হয় এবং অগ্নিসংযোগ করা হয় তিনটি কৃষি আইনের প্রতিলিপিতে। – এই কর্মসূচীতে নেতৃত্ব প্রদান করেন মোহন ধবল, সুনীল ঘোষ, বাবলু ব্যানার্জী, প্রহ্লাদ মুখার্জী, সূজয় পাল প্রমুখ নেতৃবৃন্দ।