বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফ্রেঞ্চ ওপেনে কোর্টের লড়াই ছাপিয়ে আলোচনায় ওসাকা

News Sundarban.com :
জুন ১, ২০২১
news-image

সংবাদ সম্মেলন বয়কট করায় গুনতে হয়েছে জরিমানা। সঙ্গে গ্র্যান্ডস্লাম কতৃপক্ষের নিষেধাজ্ঞার হুমকি। ফ্রেঞ্চ ওপেনে কোর্টের লড়াই ছাপিয়ে আলোচনায় শুধু জাপানি নারী টেনিস তারকা নাওমি ওসাকা।

ক্লে-কোর্টে প্রথম রাউন্ডে জেতার পর মানসিক চাপ এড়াতে সংবাদ সম্মেলনে না আসায় চারটি গ্র্যান্ডস্লাম জয়ী ওসাকাকে নিয়ে টেনিস দুনিয়ায় বিতর্ক শুরু হয়। সেই বিতর্কের শেষটা নিজেই করেছেন ২৩ বছর বয়সী এ টেনিস সেনসেশন। টেনিসের গ্র্যান্ডস্লাম ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার এক টুইট বার্তায় তিন বছর ধরে মানসিক অবসাদের কথাও লিখেছেন ওসাকা। আপাতত টেনিস থেকে কিছুদিন দূরে থাকতে চান তিনি। জাপানি এ টেনিস কন্যায় টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় তোলপাড় চলছে টেনিস বিশ্বে। তবে সমালোচনার চেয়ে সেরেনা উইলিয়ামস, মার্টিনা নাভ্রাতিলোভার মতো খেলোয়াড়রাও সহানুভূতি জানিয়েছেন। গণমাধ্যম বয়কটের সিদ্ধান্তটি ওসাকা আগে থেকেই নিয়েছিলেন।