কমিউনিটি কিচেন চালু হল মৌশুনি দ্বীপে

সম্প্রতি ‘ইয়াস’ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত সহায় সম্বলহীন মানুষের জন্য সুন্দরবনের মৌশুনি দ্বীপের বালিয়াড়া কিশোর হাই স্কুলে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কমিউনিটি কিচেন চালু হল।
এবং এলাকাগুলি পরিদর্শনের পর মৌশুনি গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে ত্রান ও পুনর্বাসন সংক্রান্ত এক পর্য্যালোচনা বৈঠক হয়।
বৈঠকে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, ছিলেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, মহকুমা শাসক, জেলা, ব্লক ও পঞ্চায়েত স্তরের আধিকারিকগন।