শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা আবহে শহরের জাদুঘরে চুরি

News Sundarban.com :
মে ৩০, ২০২১
news-image

আমহার্স্ট স্ট্রিটের রাজা রামমোহন রায় মিউজিয়াম থেকে খোয়া গেল মূল্যবান, দুষ্প্রাপ্য সব সামগ্রী। করোনা আবহে শহরের জাদুঘরে চুরি।  একজনকে গ্রেফতার করেছে পুলিস।করোনা সতর্কতায় বিধিনিষেধের কড়া, কার্যত লকডাউন চলছে রাজ্যে।

বেলা গড়ালেই রাস্তাঘাট শুনশান,  বন্ধ কলকাতা-সহ রাজ্যের সমস্ত জাদুঘর। জানা গিয়েছে,  আমহার্স্ট স্ট্রিটের রাজা রামমোহন রায় মিউজিয়ামে আবার নেই কোনও নিরাপত্তারক্ষীও! পুলিস সূত্রে খবর, গত ১৩ মে রাতের দিকে মিউজিয়ামের পিছনের দিকে পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়ে চোর। এরপর মিউজিয়ামের প্রবেশদ্বারটি খুলে ফেলে সে। শেষপর্যন্ত বেশ কিছু দুষ্প্রাপ্য সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

মিউজিয়াম লাগোয়া কলেজের এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, ‘ঝড়ের পরের দিন দেখি উপরের দিকে দরজার খোলা। ওখানে কোনও নিরাপত্তারক্ষী থাকে না’। খবর দেওয়ার আমহার্স্ট স্ট্রিট থানায়।