শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিধায়ক রাজ চক্রবর্তী ও টিটাগর পৌর প্রশাসনের উদ্যোগে সেফ হোম উদ্বোধন

News Sundarban.com :
মে ১৩, ২০২১
news-image

ব্যারাকপুর এর বিধায়ক রাজ চক্রবর্তী ও টিটাগর পৌর প্রশাসনের উদ্যোগে টিটাগড় পৌরসভার মাতৃ সদন হাসপাতালে ৩০ বেডের একটি সেফ হোম উদ্বোধন করা হল।
রাজ্যে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ব্যারাকপুর শিল্পাঞ্চলে র করোনা র গ্রাফ ও ক্রমশই ঊর্ধ্ব মুখী।

করোনা এই পরিস্থিতিতে যেভাবে অক্সিজেন এবং হাসপাতালের শয্যা অভাব দেখা দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে সেফ হোম ও হাসপাতাল। বেডের সমস্যা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার এই সেফ হোমের উদ্বোধন করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ।

এই অনুষ্ঠানে রাজ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভা প্রশাসক প্রশান্ত চৌধুরী ও ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
টিটাগড় অঞ্চলে বেশির ভাগ জায়গায় একটি ঘরে অনেককে বাস করতে দেখা যায়। সে ক্ষেত্রে

সংক্রমন হওয়ার সম্ভবনা বেশি থাকে তাই দ্রুত এই সেফ হোম টির ব্যবস্থা করা হয়েছে। এদিন বিধায়ক রাজ চক্রবর্তী জানান আরো যাতে বেডের ব্যবস্থা করা যায় তাই আমরা আরো কিছু জায়গায় সেফ হোম খুলতে চাইছি।