শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উড়োজাহাজে করে ১৮ টন ওজনের তিনটি অক্সিজেন প্ল্যান্ট পাঠিয়েছে যুক্তরাজ্য

News Sundarban.com :
মে ৮, ২০২১
news-image

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারতের জনগণের জন্য বিশ্বের সবচেয়ে বড় কার্গো উড়োজাহাজে করে ১৮ টন ওজনের তিনটি অক্সিজেন প্ল্যান্ট পাঠিয়েছে যুক্তরাজ্য। সঙ্গে পাঠানো হয়েছে একহাজার ভেন্টিলেটরও। শুক্রবার নর্দান আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে কার্গো ফ্লাইটটি ভারতের উদ্দেশ্যে রওনা দেয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাণিজ্যিক মালবাহী উড়োজাহাজ আনতোনভ ওয়ানটুফোর-এ এসব সরঞ্জাম তুলতে রাতভর কাজ করেছেন বিমানবন্দরের কর্মীরা। সহায়তা সরঞ্জাম বিমানে তোলার কাজ পর্যবেক্ষণ করতে বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন নর্দান আয়ারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী রবিন সোয়ান।

রোববার সকাল ৮টায় বিমানটির অবতরণের কথা রয়েছে। ইন্ডিয়ান রেড ক্রস এসব সরঞ্জাম হাসপাতালে পৌঁছে দিতে সহায়তা করবে। যুক্তরাজ্যের স্বাস্থ্য সামাজিক সুরক্ষা বিভাগ (ডিএইচএসসি) এসব সুরক্ষা সরঞ্জামের যোগান দিয়েছে, যার বিষয়ে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল।  -এনডিটিভি