শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ জন কর্মীর মৃত্যু, সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি নাড্ডার

News Sundarban.com :
মে ৫, ২০২১
news-image

বুধবার সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি দিলেন জেপি নাড্ডা। মমতার ইন্ধনেই তাঁদের কর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নাড্ডার (বক্তব্য, ৮০ হাজার থেকে ১ লক্ষ লোক বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ১৪ জন কর্মীর মৃত্যু হয়েছে। অথচ ৩৬ ঘণ্টা ধরে নীরব মমতা।  মমতার মদতে বিজেপির উপরে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP National President)।

বলেন,”এই ঘটনাগুলি দেখে দেশভাগের দিনগুলি মনে পড়ছে। মনে পড়ছে ১৯৪৬ সালের ১৬ অগাস্ট ডায়রেক্ট অ্যাকশন ডে-র কথা। নন্দীগ্রামে মমতা বলেছিলেন, খেলা হবে। ২ মে দুপুর থেকে শুরু হয়েছে খেলা হবে দিবস। রাজ্যে গণহত্যা চলছে। ৩৬ ঘণ্টা ধরে নীরব মমতা। এতে বোঝা যাচ্ছে, ওঁর মদত রয়েছে।

রক্ত রঞ্জিত হাত নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন। তৃণমূলস্তরের কর্মীদের টার্গেট করা হচ্ছে। হামলার শিকার তাঁদের পরিবার। মহিলারা টার্গেট হচ্ছেন। শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনা ঘটেছে। ভোটের প্রচারেও বলতাম বাংলায় মহিলারা অসুরক্ষিত। জনাদেশে সত্য বদলায় না। হামলা ও লুঠ চলছে।”