শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইরাকের হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু

News Sundarban.com :
এপ্রিল ২৫, ২০২১
news-image

ইরাকে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে ইবনে আল-খাতিব হাসপাতালে গত শনিবার দিবাগত মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে হাসপাতালটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী।

হাসপাতালটি করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮২ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন ১১০ জন। ইরাকের মানবাধিকার কমিশন বলেছে, নিহতদের ২৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রোগী। তাঁদের স্থানান্তর করতে ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছিল।