শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আইপিএলই কঠিন সময়ে ভারতের মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে

News Sundarban.com :
এপ্রিল ২৫, ২০২১
news-image

একটা চাপা গুঞ্জন চারদিকে ছিল, করোনাভাইরাস মহামারিতে দিশেহারা একটা দেশ কঠিন এ সময়ে কেন আইপিএলের মতো একটি টুর্নামেন্ট আয়োজন করছে? কাল এটা আর চাপা থাকেনি। প্রশ্নটি সামনে নিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট, দেশের এমন দুঃসময়ে আইপিএল কেন আয়োজন করছে ভারত? মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কাল ম্যাচ জয়ের পর রাজস্থান রয়্যালসের দক্ষিণ আফ্রিকান পেসার ক্রিস মরিস অবশ্য বললেন, এমন দুঃসময়ে মানুষের মুখে হাসি ফোটাতেই আইপিএল চলছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার ভারত। সংক্রমণের হার তো বেড়েছেই, মৃত্যু বেড়ে গেছে আগের তুলনায় অনেক গুণ। ভারতের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাব। শ্বাসকষ্টে ভুগছে রোগীরা, ভুগতে ভুগতে মৃত্যুর মুখেও ঢলে পড়ছে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে বিভিন্ন রাজ্য কিংবা শহরে চলছে কারফিউ। লকডাউন দিয়ে সংক্রমণ কমানোর প্রস্তুতি চলছে। এমন সময়েই কি না আইপিএল চলছে মহাসমারোহে।

বিজ্ঞাপন
ম্যাচ শেষে কলকাতার খেলোয়াড়দের সঙ্গে রাজস্থানের ডেভিড মিলারের শুভেচ্ছা বিনিময়।

বিষয়টি ভালো লাগেনি অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান গিলক্রিস্টের। তিনি টুইট করেছেন, ‘এ মুহূর্তে ভারতে কোভিড পরিস্থিতি খুবই বাজে। এ অবস্থায় আইপিএল চালিয়ে যাওয়াটা কতটুকু ঠিক?’ এই প্রশ্ন তুলে মরিস বলার আগেই তাঁর মনের কথাগুলো বলে দিয়েছেন গিলক্রিস্টই, ‘নাকি এই আইপিএলই কঠিন সময়ে ভারতের মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে! যেটিই হোক ভারতীয়দের জন্য আমার শুভকামনা সব সময়ই থাকবে।’