শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নয়াদিল্লির হাসপাতালে ২৫ জন কোভিড–১৯ রোগীর অক্সিজেন অভাবে মৃত্যু

News Sundarban.com :
এপ্রিল ২৪, ২০২১
news-image

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে কোভিড–১৯ রোগীদের অক্সিজেন সরবরাহে ঘাটতির কারণে ২৫ জনের মৃত্যু হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে জয়পুর গোল্ডেন হাসপাতালে এই ঘটনা ঘটেছে বলে হাসপাতালটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।

ওই হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. ডি কে বালুজা আজ শনিবার এনডিটিভিকে বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে ৩ দশমিক ৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ পেয়েছি। বিকেল পাঁচটা নাগাদ তা আমাদের কাছে পৌঁছানোর কথা ছিল। কিন্তু এই অক্সিজেন এসেছে মধ্যরাতের দিকে। সে সময় পর্যন্ত ২৫ রোগীর মৃত্যু হয়েছে।’
এই হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২১৫ জন কোভিড রোগীর অবস্থা গুরুতর এবং তাঁদের অক্সিজেনের খুব প্রয়োজন বলে জানান তিনি।

এই পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা মেটাতে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের আবেদনে বলা হয়েছে, ‘আমাদের হাসপাতালে আগামী কয়েক মিনিটের মধ্যে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে চলেছে। আমরা এরই মধ্যে ২৫ জনকে হারিয়েছি। অক্সিজেনের জন্য আমাদের দম বন্ধ হয়ে আসছে। আমাদের চিকিৎসকেরা আপনাদের সামনে আছেন। দয়া করে জীবন বাঁচান।’