বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের মানুষকে প্লাজমা দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিখর ধাওয়ান

News Sundarban.com :
এপ্রিল ২৪, ২০২১
news-image

করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে ভারতে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার দেশটিতে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন আর মারা গেছেন ২ হাজার ২৬৩ জন। এটি ছিল এক দিনে সংক্রমণ ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। শুক্রবার সে রেকর্ড আবার নতুন করে লিখতে হয়েছে। গতকাল ২ হাজার ৬২৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার জন।

এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৬০ লাখের ওপর মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। রোগীর চাপে চিকিৎসাব্যবস্থা হয়ে পড়েছে নাজুক। ভারতীয় গণমাধ্যমগুলোর মতে, অক্সিজেনের অভাবে ধুঁকছে দেশটি। দেশবাসীর কান্না অনুভব করতে পারছেন তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। করোনা সংকটে করোনা থেকে সেরে ওঠা মানুষের সাহায্যই চেয়েছেন তিনি। দেশের মানুষকে প্লাজমা দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভারতীয় দলের এই ওপেনার।