শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সমালোচনা শুরু হয়েছে পন্তের অধিনায়কত্ব নিয়ে

News Sundarban.com :
এপ্রিল ১৬, ২০২১
news-image

কয়েক বছর ধরেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস অধিনায়ক হিসেবে তরুণদের ওপর আস্থা রাখছে। দলে রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ানদের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকার পরও তরুণ শ্রেয়াস আইয়ারের ওপর আস্থা রেখেছিল দিল্লি ম্যানেজমেন্ট। সে সিদ্ধান্তের সবচেয়ে বড় সুফলটাও পেয়ে গিয়েছিল আরেকটু হলে। গতবার দলকে ফাইনালে তুলেছিলেন শ্রেয়াস। এবার চোটের কারণে এই তরুণ অধিনায়ক আইপিএল খেলতে পারছেন না। শ্রেয়াসের জায়গায় যথারীতি বয়স্ক কাউকে দায়িত্ব না দিয়ে এক তরুণের দিকেই তাকিয়েছে দিল্লি ম্যানেজমেন্ট।

কয়েক মাস ধরে দুর্দান্ত ক্রিকেট খেলে ক্রিকেটভক্তদের মন জয় করে নেওয়া ঋষভ পন্তের হাতেই এখন দিল্লির দায়িত্ব। এ কয়েক দিন বিভিন্ন কারণে প্রশংসার বন্যায় ভেসে যাওয়া পন্ত অধিনায়ক হিসেবেও ভালো করবেন, প্রত্যাশা দিল্লির। কিন্তু দুই ম্যাচ যেতে না যেতেই মুদ্রার অপর পিঠ দেখে ফেললেন পন্ত। সমালোচনা শুরু হয়েছে তাঁর অধিনায়কত্ব নিয়ে। পন্তও হয়তো বুঝতে পেরেছেন, আইপিএলে অধিনায়ক হিসেবে থাকতে হলে প্রতিনিয়ত জবাবদিহির মধ্যেই থাকতে হবে তাঁকে, ভালো করতে হবে প্রতিনিয়ত।