শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মাস্ক ছাড়া বাইরে? দ্বিতীয়বারে জরিমানা ১০ হাজার রুপিঃ উত্তরপ্রদেশ সরকার

News Sundarban.com :
এপ্রিল ১৬, ২০২১
news-image

করোনার রেকর্ড সংক্রমণ ঠেকাতে কঠোর নীতি নিয়েছে ভারতের উত্তর প্রদেশ সরকার। সাধারণ মানুষকে বাধ্যতামূলক মাস্ক পরতে বলেছে রাজ্য সরকার। মাস্ক ছাড়া কেউ বাইরে এলে প্রথমবার ১ হাজার এবং দ্বিতীয়বার ১০ হাজার রুপি জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ নির্দেশ দিয়েছেন।

এদিকে ভারতে ২৪ ঘণ্টায় ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনের হিসাবে এটাই দেশটিতে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।
আজ শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশে কেউ মাস্ক না পরে বাইরে এসে ধরা পড়লে প্রথমবার এক হাজার রুপি জরিমানা গুনতে হবে। একই অপরাধে পরবর্তী সময়ে ধরা পড়লে জরিমানার পরিমাণ ১০ হাজার রুপি নির্ধারণ করেছে আদিত্যনাথ সরকার।