করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবিলায় থাইল্যান্ডে হাসতালের শয্যা সংখ্যা ১০ হাজার করার পরিকল্পনা

করোনাভাইরাসের সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবিলা করতে থাইল্যান্ড ফিল্ড–হাসপাতালে শয্যা সংখ্যা ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে। দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা আজ শনিবার এ তথ্য জানান বলে রয়টার্সের খবরে বলা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর ব্যাংককে অন্তত ১২টি হাসপাতাল গতকাল শুক্রবার কিটের অভাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ করে দিয়েছে। হাসপাতালগুলো পরীক্ষা করার ব্যাপারে তেমন আগ্রহীও নয়। কারণ, পজিটিভ এলে রোগীদের অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে।
থাইল্যান্ডের মেডিকেল সার্ভিস ডিপার্টমেন্টের মহাপরিচালক সুকসান কিত্তিসুপাকর্ন সাংবাদিকদের বলেন, ‘আমাদের লক্ষ্য, দ্রুতই হাসপাতালের শয্যা ১০ হাজারে উন্নীত করা। এতে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে, যে আমরা করোনার এই পর্যায়ের মহামারিও মোকাবিলা করতে পারব।’
আজ দেশটিতে নতুন করে ৭৮৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৯৭ জনের। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৬৫৮জন।
এই মাসে দেশটিতে ২ হাজার ৬৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ১ হাজার ৫৮ জনই ব্যাংককের।

সামনের সপ্তাহেই দেশটিতে বড় ধরনের সরকারি ছুটি। আর এ সুযোগে দেশটি পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়া চিন্তাভাবনা করছিল। আর এর মধ্যে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানল।