শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নয়াদিল্লিতে আজ থেকে রাত্রিকালীন কারফিউ জারি

News Sundarban.com :
এপ্রিল ৬, ২০২১
news-image

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ মঙ্গলবার থেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। দেশব্যাপী এক দিনে রেকর্ড এক লাখের বেশি করোনা সংক্রমিত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার প্রথমবারের মতো এক দিনে সর্বোচ্চ করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। ইতিমধ্যে প্রায় আড়াই কোটি জনসংখ্যার নয়াদিল্লি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে লোকজনের চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। মুম্বাইয়ে রাত্রিকালীন কারফিউ জারি হয়েছে আগেই।

দিল্লির স্থানীয় সরকার বলছে, হঠাৎ করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় কারফিউর মতো সিদ্ধান্ত জরুরি হয়ে পড়ে। প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ বলবৎ থাকবে।

গতকাল সোমবার এক দিনে ৩ হাজার ৫৪৮ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত করা হয়। এর আগে গত নভেম্বরে শহরটিতে এক দিনে রেকর্ড ৯ হাজার করোনা সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছিল। সে সময় ভারতে সবচেয়ে বেশি সংক্রমিত রোগী ছিলেন দিল্লিতে।

ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রে গত রোববার থেকে লকডাউন ও রাত্রিকালীন কারফিউ জারি করা হয়। বর্তমানে দৈনিক শনাক্ত করোনা রোগীর অর্ধেকই ওই রাজ্যের।

এখন পর্যন্ত ৮ কোটি ৩০ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে ৩০ কোটি লোককে টিকা দেওয়া হবে।