শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘প্রথম দফার ভোটগ্রহণে তারা খুশি’, জানালেন কৈলাস

News Sundarban.com :
মার্চ ২৭, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: প্রথম দফার ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করে কমিশনে ধন্যবাদ জানিয়ে এল বিজেপির প্রতিনিধিদল।  কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ সেরে কৈলাস জানান, ‘প্রথম দফার ভোটগ্রহণে তারা খুশি।’

এ বার নন্দীগ্রামের ‘দুষ্কৃতীদের’ তালিকা কমিশনের হাতে তুলে দিল বিজেপি। একই সঙ্গে নন্দীগ্রামের বিজেপি নেতাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করার যে অডিয়ো ভাইরাল হয়েছে, তা নিয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বঙ্গ বিজেপি শিবির।

এদিন কৈলাস বলেন, ‘প্রথম দফার ভোট গ্রহণে রিগিং অনেক কম হয়েছে। ৯০ শতাংশ বুথে নির্বিঘ্নে ভোট গ্রহণ হয়েছে। সেজন্য আমরা কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। তবে আমরা কমিশনকে কিছু আগাম সতর্কতামূলক পদক্ষেপ করতে অনুরোধ করেছি।’ তবে যদি ১০০ শতাংশ নিরাপত্তা নিশ্চিত করা যায় তবে ১০০ শতাংশ মানুষই নির্ভয়ে ভোটদান করতে পারবেন। এমনটাই বক্তব্য কৈলাসের।কৈলাস জানান, ‘বুথে যারা গোলমাল করে তাদের একটা তালিকা আমরা কমিশনের কাছে জমা দিয়েছি। সেই ব্যক্তিদের আগাম গ্রেফতার করলে ভোট গ্রহণের দিন অশান্তি অনেকাংশে এড়ানো যাবে। বিক্ষিপ্ত যে অশান্ত হয়েছে তাও হবে না।’

যারা যার অসামাজিক কাজকর্মে জড়িত, তাঁদের নামের তালিকাই এ দিন তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। সৌমেন্দুর উপর হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, অভিযোগের তালিকায় যাদের নাম রয়েছে তাদের যদি আগেই গ্রেফতার করে নেওয়া যায় তবে এই ১০ শতাংশ বিশৃঙ্খলাও হবে না।