শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুম্বাইয়ের হাসপাতালে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ড, সরাতে হল করোনা সংক্রমিত ৭০ জন রোগীকে

News Sundarban.com :
মার্চ ২৬, ২০২১
news-image

 মুম্বাইয়ে একটি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। করোনাভাইরাসে সংক্রমিত ৭০ জনের বেশি রোগীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালটি ড্রিমস মল নামে একটি শপিং মলে অবস্থিত। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার পর ড্রিমস মল সানরাইজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত ৭০ রোগী চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

সানরাইজ হাসপাতাল এক বিবৃতিতে বলেছে, ড্রিমস মলের দ্বিতীয় তলায় আগুন লাগে। এরপর আগুন ওই ভবনের সবচেয়ে ওপরের তলায় সানরাইজ হাসপাতালে ছড়িয়ে পড়ে। এ সময় রোগীদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। সেখানে দুজনের মরদেহ পাওয়া গেছে। তাঁরা কোভিডে সংক্রমিত ছিলেন। বাকি যাদের মরদেহ উদ্ধার তাঁরা অগ্নিকাণ্ডের কারণে মারা যাননি।

পুলিশ কর্মকর্তা প্রশান্ত কদম এএনআইকে জানান, অগ্নিকাণ্ডে দুজন মারা গেছেন বলে তাঁরা জেনেছেন। অগ্নিকাণ্ডস্থলে ২২ থেকে ২৩টি ফায়ার সার্ভিসের গাড়ি নিয়োজিত ছিল।

মুম্বাইয়ের মেয়র কিশোরি পেডনেকার এএনআইকে বলেন, এই প্রথম আমি কোনো শপিং মলে হাসপাতাল দেখলাম। সেখানে সাতজন রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। ৭০ জন রোগীকে অন্য আরেকটি হাসপাতালে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।