শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়েছে

News Sundarban.com :
মার্চ ২৩, ২০২১
news-image

পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়েছে। এতে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগাম সতর্কতা হিসেবে রাজ্যের সব কোভিড হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।

রাজ্য স্বাস্থ্য দপ্তর বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় সংক্রমিত হয়েছে ৩৬৮ জন। আর মারা গেছেন ২ জন। সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ নিয়ে এ রাজ্যে করোনায় মোট ৫ লাখ ৮০ হাজার ৯৯৯ জন সংক্রমিত হয়েছেন এবং মারা গেছেন ১০ হাজার ৩০৮ জন।

রাজ্যের সরকারি–বেসরকারি হাসপাতালে করোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৫৭৪ রোগী।

পশ্চিমবঙ্গে ৪৬টি করোনা বা কোভিড হাসপাতাল আছে। এর মধ্যে ৩৫টি সরকারি ও ১১টি বেসরকারি। মাত্র পাঁচ মাস আগেও এই কোভিড হাসপাতালের সংখ্যা ছিল বর্তমানের দ্বিগুণ। ১ মার্চ থেকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। ২২ মার্চের সরকারি হিসাব বলছে, শয্যা অনুযায়ী করোনা রোগীর সংখ্যা গত এক মাসে আবার দ্বিগুণ হয়েছে।