শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে দিনে ৩০ লাখ মানুষকে করোনার টিকা দেওয়ার রেকর্ড

News Sundarban.com :
মার্চ ১৫, ২০২১
news-image

যুক্তরাষ্ট্রে দিনে ৩০ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। বিশ্বে এক দিনে ৩০ লাখ টিকা ডোজ দেওয়া দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্ব রেকর্ড করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রোনাল্ড ক্লেইন এক টুইট বার্তায় এমন তথ্য জানিয়েছেন।

রোনাল্ড ক্লেইন ১৩ মার্চ এক টুইট বার্তায় বলেছেন, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে এক দিনে ৩০ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। বিশ্বে প্রথম দেশ হিসেবে এক দিনে এত পরিমাণ টিকা কেবল যুক্তরাষ্ট্রেই দেওয়া হলো। যা মূলত বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে।

প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৬৫ লাখ ডোজ করোনার টিকা সরবরাহ করা হয়েছে। এর মধ্যে গত সাত দিনে রাজ্যে ১০ লাখের বেশি মানুষকে এই টিকা দেওয়া হয়েছে।

আর ১৪ মার্চ রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর অফিস থেকে জানানো হয়েছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৩০ হাজার ৩৫০ ডোজ টিকা দেওয়া হয়েছে।

 

এদিকে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ বলছে, নগরে মোট ২৭ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

৬ মার্চের আগে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ছয় কোটি মানুষ কোভিড-১৯ টিকার প্রথম ডোজ পেয়েছে। দুই কোটির বেশি মানুষ সম্পূর্ণ অর্থাৎ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ—দুটিই পেয়েছে।

মার্কিন কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগ আগেই ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার তৈরি টিকার জরুরি অনুমোদন দিয়েছেন। এই দুটি টিকার ক্ষেত্রে রোগীদের কয়েক সপ্তাহের ব্যবধানে দুটি ডোজ নিতে হয়। সম্প্রতি জনসন ও জনসনের এক ডোজের টিকার অনুমোদন দেওয়া হয়েছে।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে রাজ্য, অঞ্চল ও ফেডারেল এজেন্সিগুলোতে প্রায় ১২ কোটি ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সব পূর্ণবয়স্ক মানুষের জন্য টিকার সরবরাহ নিশ্চিত করা হবে।

বিশ্বে এখনো করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩ কোটি ৮১ হাজারের বেশি মানুষ। আর এতে মৃত্যু হয়েছে প্রায় ৫ লাখ ৪৭ হাজার ২৩৪ জনের।